ঢাকা (রাত ১১:০৫) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মের আড়ালে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মীর এম ইমরান-মাদারীপুর মীর এম ইমরান-মাদারীপুর Clock রবিবার রাত ০১:৫০, ৩১ অক্টোবর, ২০২১

মাদারীপুরের শিবচরে ধর্মের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, চীফ হুইপ নূর-ই-আলম-চৌধুরী লিটন এমপির।

তিনি বলেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের ক্ষতি করতে চাইবে শিবচরের মাটিতে তাদের কোন রাখা হবেনা। এ ধরনের দুষ্কৃতীকারীদের কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের কাজ যারা করবে তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে এবং সামাজিকভাবেও বয়কট করা হবে।

মাদারীপুরের শিবচরের শনিবার দুপুরে বহেরাতলা বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ নূর-ই-আলম-চৌধুরী লিটন এমপি হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয়ের, টেকের হাট উচ্চ বিদ্যালয়ের ও বহেরাতলা আর.আই.ডি দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় চীফ হুইপ এর সাথে ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT