ধর্মপাশায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত;জনপ্রীয়তায় শীর্ষে মোকাররম
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৯, ৭ অক্টোবর, ২০২১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলের সঞ্চালনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (দিলিপ মজুমদার) ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক জিলু মিয়া,৬নং ওয়ার্ড সভাপতি আব্দু শহিদসহ ১৪জন সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল বলেন,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদীম কবীর, ও বর্তমান চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর নাম প্রস্তাব করেন।এসব প্রস্তাবিত নাম যাচাই বাছাইয়ের জন্য উপজেলা কমিটিতে পাঠানো হবে।
ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আলাপ করে প্রার্থীদের অতিত সম্পর্কে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন গত ২০১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কায় মনোনয়ন পেয়েও বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আমানুর রাজা চৌধুরী নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় পরাজিত হয়েছিলেন তিনি। নাদিম কবীর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে পরিচিত।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদারকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সবোর্চ্চ সংখ্যক সমর্থন দিতে জানা যায়।