ধর্মপাশায় সাতটি নিষিদ্ধ ভিম জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার রাত ১১:২৯, ৫ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চত্ত্বরে আজ রবিবার (৫ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নিষিদ্ধ সাতটি ভিম জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো.রেদুয়ানুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।
উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধে অভিযান চালিয়ে মাস খানেক আগে এই নিষিদ্ধ সাতটি জাল জব্দ করেছিল উপজেলা প্রশাসন।