ঢাকা (সন্ধ্যা ৭:১২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় শান্তিপুর্নভাবে পালিত হচ্ছে হেফাজতের ডাকা হরতাল

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার দুপুর ০২:৪৫, ২৮ মার্চ, ২০২১

সারা দেশের বিভিন্ন জেলায় কর্মী হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতাল নিরুত্তাপ ভাবে পালিত হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়।

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই উপজেলার সদর এলাকায় কোন ধরনের মিছিল, স্লোগান ছাড়াই তারা ৩/৪ জন করে হেফাজতের কর্মীরা বিভিন্ন গলিতে ঘুরাঘুরি করতে দেখা যায়।সরজমিনে ঘুরে দেখা যায়,ধর্মপাশা শহর ঘিরে হেফাজত নেতাকর্মীদের খুব বেশি তৎপরতা নেই। সেখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।

তবে উপজেলা সদরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে ১৫/২০ জন হেফাজতের নেতা কর্মী একত্রিত হয়ে উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে দাঁড়িয়ে শান্তিপুর্ন ভাবে হরতাল পালন ও স্লোগান দিতে দেখা যায় ।রোডে প্রতিদিনের ন্যায় গাড়ি চলাচল করেছে ও দোকানপাট খোলা রয়েছে, গাড়ি চলাচলের কোন ধরনের বাধা দেয়া হয়নি।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বরোড মোড়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ সেখানে গিয়ে হেফাজতের নেতা কর্মীদের সাথে কথা বলেন এবং তাদেরকে কোন ধরনের আপত্তিকর ঘটনা যেন না ঘটান তার জন্য তিনি হেফাজতের নেতা কর্মীদের অনুরোধ করেন।পরে বেলা ১২ টার দিকে শামীম আহমেদ মুরাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি মোহাম্মাদ দেলোয়ার হোসেনের অনুরোদে হেফাজতের নেতা কর্মীগন সেখান থেকে চলে যায়।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT