ঢাকা (রাত ১২:১৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় ফেব্রুয়ারির মাসিক সভা হলো মার্চে

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ১১:৪৭, ১ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের উপজেলা মাসিক সমন্বয় সভা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এই দুই মাসের সভা যথাসময়ে হয়নি। (০১ মার্চ) সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ফেব্রুয়ারি মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও এখানকার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ অনুপস্থিত ছিলেন। সময়মতো সমন্বয় সভা না হওয়ায় উপজেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।সে অনুযায়ী জানুয়ারি মাসের মাসিক সমন্বয় সভা গত ১৪জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের সভা গত ১১ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন গত ১১ জানুয়ারি থেকে ২৪ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গত ২৫ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্মস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) প্রকল্প নির্ধারণী সভায় যোগ দেন এবং নিজ কার্যালয়ে বসে ঘন্টাখানেক দাপ্তরিক কাজ করে। এর পর থেকে তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। আজ সোমবার (১মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ফেব্রুয়ারি মাসের উপজেলা মাসিক সমন্বয় সভা শুরু হয় এবং তা শেষ হয় বিকেল তিনটার দিকে। সভায় উপজেলা প্রশাসনের কর্মর্তারা উপস্থিত থাকলেও এখানকার ১০টি  ইউনিয়নের মধ্যে জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মধ্যনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়া্রম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ আহমেদ ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসাইন ছাড়া বাকি পাঁচ জন চেয়ারম্যানই অনুপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে দুজন ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলা সমন্বয় সভা হলে দুই থেকে তিন দিন আগে থেকেই মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে সভার কথা জানানো হয়। এবার তা না করে সভার আগের দিন রাতে ম্যাসেজ পাঠিয়ে তড়িগড়ি করে সভাটি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৭জানুয়ারি উপজেলার মনাই নদী প্রকাশিত সুনই জলমহালের খলাঘরে অগ্নিকাণ্ড,হামলা ও মৎস্যজীবী শ্যামাচরণ বর্মণ (৬৫)কে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান জড়িত থাকার অভিযোগ উঠায় তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শারিরীকভাবে অসুস্থ থাকায় তিনি বেশ কিছুদিন কর্মস্থলে ছিলেন না। এখন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি কর্মস্থলে ফিরেছেন। মাননীয় সাংসদ মহোদয় ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে আজ আমরা ফেব্রুয়ারি মাসের মাসিক সমন্বয় সভা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের উপজেলা মাসিক সমন্বয় সভা  প্রতি মাসের মধ্যেই করার কথা রয়েছে। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান বেশ কিছুদিন কর্মস্থলে না থাকায় নির্ধারিত সময়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাসিক সমন্বয় সভা করা সম্ভব হয়নি। আজ সোমবার ফেব্রুয়ারি মাসের সভা করা হয়েছে। খুব শিগরিগই জানুয়ারি মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT