ধর্মপাশায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১ জনকে বহিস্কার
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ সোমবার রাত ১০:৫৮, ৩ জানুয়ারী, ২০২২
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও ৫জানুয়ারি অনুষ্ঠেয় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুমন চন্দ্র সরকার(৩৫)কে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিরুপ মন্তব্য করায় তাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে আজ সোমবার ০৩জানুয়ুারি সন্ধ্যায় সংগঠনটির ধর্মপাশা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এই বহিস্কারের প্রেস বিজ্ঞপ্তির কপিটি সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে সুমন চন্দ্র সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কোনো বিরুপ মন্তব্য করিনি। চেয়ারম্যান পদে ইউপি নির্বাচনে অংশ নিয়েছি। তাই আমাকে এলাকার মানুষজনদের কাছে হেয়প্রতিপন্ন করা ও ভোট যুদ্ধ থেকে আমাকে সরিয়ে দেওয়ার লক্ষে একটি পক্ষ এ ধরণের অপপ্রচার চালাচ্ছে।