ঢাকা (সন্ধ্যা ৬:৩৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় চারদফা বন্যা

 মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ    মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ   Clock রবিবার সন্ধ্যা ০৭:২০, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গত শুক্রবার রাত থেকে নতুন করে আবারও বন্যা দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলাটি চার বার বন্যায় কবলিত হয়েছে। এ অবস্থায় উপজেলায় হাজার হাজার মানুষজন অবর্নণীয় দুর্ভোগে পড়েছেন।এ ছাড়া উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়কগুলোতে জন ও যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত ২৭জুন, ১০ জুলাই  ও ২১ জুলাই উপজেলাটি তিনবার বন্যায় কবলিত হয়।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে উজান থেকে নেমে আসা পাাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির পানি প্রবল বেগে এখানকার হাওর, নদ নদী ও খালবিলে ঢুকতে শুরু করে।ফলে শুক্রবার রাত থেকে আবারও বন্যা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় উপজেলার আবাদকৃত ৭৭০ হেক্টর  রোপা আমন জমি পানিতে তলিয়ে গেছে।এ ছাড়া উপজেলার ৭১৩টি পুকুরের মধ্যে ৩৫০টি পুকুর পানিতে তলিয়ে গেছে।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন,চলতি বছরের জুন মাস থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের উপজেলাটি চারবার বন্যায় কবলিত হয়েছে।বন্যার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে আগামী দুইদিনের ভয়াবহ বন্যায় ভয়াবহ রূপ নেবে বলে আমার মনে হচ্ছে। তিনি আরও বলেন একদিকে করোনা আর অপরদিকে বন্যা এ যেন মরার ওপর খাড়ার ঘা।তবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিয়ে প্রস্তুত থাকার দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির বলেন,বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে নিয়ে শনিবার বিকেলে জরুরি সভা করেছি।বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকেও জানিয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT