ঢাকা (সকাল ৮:০৮) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ইউপি সদস্যের মহৎ উদ্যোগে রাস্তা মেরামত 

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার রাত ০৮:১৮, ৩ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা,লংকা পাথারিয়া,দূর্বাকান্দা, মোগার চর, মহিসের বাতান, গাফর কান্দা, বাহটিয়া কান্দা, গ্রামের কৃষকদের নিজ উদ্যোগে বুধবার (৩মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আগামী বৈশাখ মাসের কৃষকদের জমির ফসল যার যার ঘরে তুলতে, গ্রামের কৃষকদের স্বেচ্ছা শ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত করতে নিজেদের উদ্যোগে মাটি কেটেছেন গ্রামের কৃষকরা।

সদর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মাদ আবুল কাশেম এই সমাজ কল্যাণমুলুক কাজটি করার জন্য গ্রামের কৃষকদের উদ্ভুদ্ধ করতে মাইকিং করেন।

তার ডাকে কয়েকটি গ্রামের কৃষক সাড়া দিলে রাস্তা মেরামত কাজটি করতে সক্ষম হন।তার এই মহৎ উদ্যোগকে এলাকার সুশীল সমাজের মানুষজন সাধুবাদ জানিয়েছেন ।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম কামাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ইউপি সদস্য সায়েদ মিয়া, আবদুল হেকীম, জজ মিয়া শামসুল হক,আবদুল আলীম প্রমুখ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT