ঢাকা (বিকাল ৫:২০) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগের ভরাডুবি

মোবারক হোসাইন,ধর্মপাশা.সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা.সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০৯, ৬ জানুয়ারী, ২০২২

৫জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি ঘটেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জুবায়ের পাশা হিমু  ৫হাজার ৮১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে ফখরুল ইসলাম চৌধুরী চৌধুরী পেয়েছেন চার হাজার ৭৩১ভোট।

সেলবরষ ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে গোলাম ফরিদ খোকা  দুই হাজার ৮৪২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতীক নিয়ে আবু তাহের আহমদ পেয়েছেন দুই হাজার ২৭৯ভোট।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চশমা প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী মোকাররম হোসেন দুই হাজার ২৬১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রাজা চৌধুরী পেয়েছেন দুই হাজার ২০৮ভোট।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন সুলতানা দিপা তিন হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৬৪৫ভোট।

জয়শ্রী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় চৌধুরী তিন হাজার ৮৫৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর হোসেন রানা চশমা প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৫৪৬ভোট।

পাইকুরাটি ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক ইকবাল পাঁচ হাজার ১০৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম এম এ রেজা পহেল পেয়েছেন চার হাজার ৩৮৯ভোট।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ঘোড়া প্রতীকে চার হাজার ৯০৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নূর নবী তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দি বিল্লাল হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৬২১ভোট।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীকে রাসেল আহমদ পাঁচ হাজার ৩৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতীক নিয়ে সাইদুর রহমান পেয়েছেন চার হাজার ৭৮৯ভোট।

মধ্যনগর ইউনিয়নে সঞ্জীব রঞ্জন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে চার হাজার ১০৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চশমা প্রতীক নিয়ে আবদুল কাইয়ূম মজনু পেয়েছেন তিন হাজার ৫৪৮ভোট।

চামরদানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর খসরু তিন হাজার ৪৭৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ঢোল প্রতীক নিয়ে আসাদুজ্জামান রোকন পেয়েছেন দুই হাজার ১৭১ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মোক্তার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT