ঢাকা (রাত ৪:৪৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় আরো দুইজনের করোনা শনাক্ত সহ সর্বমোট পাঁচজন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার বিকেল ০৪:৪৮, ৯ মে, ২০২০

 মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে একজন নারী ও মধ্যনগর ইউনিয়নের একটি গ্রামের একজন পুরুষের শরীরে নতুন করে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, এ উপজেলায় ১৬জনের নমুনা সংগ্রহ করে গত সোমবার তা ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শুক্রবার রাত ১০টার দিকে সেখান থেকে টেলিফোনে জানানো হয়েছে, এই ১৬জনের মধ্যে দুইজনের শরীরে করোনার ফলাফল পজেটিভ এসেছে। নতুন করে যে দুজন করোনায় আক্রান্ত হ্য়েছেন তাঁদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী (পুরুষ) ও অপরজন সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ( নারী) রয়েছেন।ওই দুজনকে আপাতত হোম আইসোলেশনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT