ঢাকা (রাত ১:৫৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশার বীর মুক্তিযোদ্ধা বাবু দ্বীন বন্ধু তালুকদার আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

মোবারক হোসেন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসেন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার রাত ০১:১৬, ১৪ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রাম নিবাসি; বীর মুক্তিযোদ্ধা বাবু দ্বীন বন্ধু তালুকদার; ১৩ আগষ্ট শনিবার সকাল ১০টার দিকে তার মেয়ের বাড়িতে; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিকাল ৪টার দিকে তার নিজ গ্রামের বাড়ি পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামে, যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার এর মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, উনি নেত্রকোনা জেলার মদন উপজেলায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

উনার মৃত্যুতে স্থানীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

উনি পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যান। রেখে যান অনেক শুভানুধ্যায়ী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন–স্থানীয়-১ আসনের সংসদ সদস্য মোয়জ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, আই সি টি অফিসার মোঃ ইন্নুছ খান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক ডাক্তার মোবারক হোসেন রুবেল, মধ্যনগর আওয়ামীলীগ নেতা অমরেশ রায় চৌধুরী, মোবারক হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমদ, পাইকরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোরফ আহমেদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT