ঢাকা (রাত ১:২০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক পৃথক কর্মসূচি

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) Clock শনিবার রাত ১১:০৪, ১৫ আগস্ট, ২০২০

১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের উদ্যোগে আজ শনিবার পৃথক পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন,র‌্যালি,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার হাসপাতাল রোডস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর কবীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার,ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবারক হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারী,যু্গ্ম সম্পাদক মো.বিপ্লব মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান,সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন খান
প্রমুখ।
অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ওইদিন বেলা দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগের অপর অংশের নেতা কর্মীদের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  আরফান আলী, জাতীয় শ্রমিক লীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সাফায়াত হোসেন লিটন, প্রচার সম্পাদক সেলিম তালুকদার,উপজেলা যুবলীগের সহ সভাপতি মাঈন উদ্দিন,তরুণ লীগের উপজেলা কমিটির আহ্বায়ক তানভীর কবীর প্রমুখ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT