ঢাকা (সকাল ৯:৪৬) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন পালনকালে হামলা, ৩ শিক্ষার্থীকে অফিসে আটকে রেখে মারধর

মানববন্ধন ও আহত হওয়া শিক্ষার্থী
মানববন্ধন ও আহত হওয়া শিক্ষার্থী

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৮:৩৭, ২৩ ডিসেম্বর, ২০১৭

মুজাফফর আলী উচ্চ বিদ্যালয়ও কলেজে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীরা মানববন্ধন পালনকালে ৩ শিক্ষার্থীকে স্কুলের ভিতর আটকে রেখে মারধর, প্রতিষ্ঠানে উপস্থিত ছিল শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সভাপতিসহ আরো অনেকেই।

এ অন্যায়ের শেষ কোথায়?ক্ষমতাধর ব্যক্তিদের কাছে জিম্মি শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থীদের কেউ মুখ খুললেই হুমকি-ধমকি,আর অফিসে ডেকে অত্যাচার।কিছুদিন আগে থেকেই মেঘনা উপজেলার মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ফেসবুকে প্রচারণা চালানো হয়।প্রথমে বিশ্বাস না হলেও দিন যতই যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার।কতটুকু হিংশ্র হলে সম্ভব শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে প্রতিষ্ঠানের ভিতর আটকে রেখে অত্যাচার করা?
কতটুকু অর্থ লোভী হলে সম্ভব হয় শিক্ষা বিক্রি করা?

গত ১৮ই ডিসেম্বর শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে।কিন্তু গভর্নিং বডির সদস্যদের কোন প্রতিক্রিয়া না দেখে আজ পুনরায় মানববন্ধন পালন করতে দুর্নীতির বিরুদ্ধে মিছিল নিয়ে প্রতিষ্ঠানের সামনে যেতেই বেড়িয়ে আসে প্রতিষ্ঠানের ভিতরে থাকা গভর্নিং বডির সদস্য ও সভাপতি পক্ষের কয়েকজন।ভিডিওতে স্পষ্ট দেখা যায় মানববন্ধনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আরো কয়েকজন বেড়িয়ে আসলে শিক্ষার্থীরা ভয়ে ছুটাছুটি করতে থাকলে তাদের মধ্য থেকে আরো দুজনকে ধরে ভিতরে নিয়ে আটকে রেখে মারধর করে এবং এসময় মানববন্ধনে থাকা অপর এক শিক্ষার্থীরা ভিডিও করতে থাকলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনটি।

প্রতিবাদকারীদের মধ্যে থেকে,সজিব,উজ্জ্বল, আল-আমিন কে সন্ত্রাসী বাহিনীরা তুলে নিয়ে কলেজ কক্ষ রুমে আটকিয়ে সভাপতি ও অধ্যাপক এর নির্দেশে তাদের সাররিক ও মানসিক ভাবে নির্যাতন করে,গুরুত্বর আহত করা আহত উজ্জ্বল ও আল- আমিন কে স্থানী মেঘনা উপজেলা স্বাস্থ কম্পেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও অভিভাবকগন প্রতিষ্ঠানে ছুটে আসলে দেখা মেলেনি গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য কারোই।

তারই কিছুক্ষনের মধ্যে প্রতিষ্ঠানে এসে পৌঁছে মেঘনা থানার পুলিশ প্রশাসন।ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছেন বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

ভিডিওসহ আমাদের ফেসবুক গ্রুপে দেখুন




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT