ঢাকা (সকাল ১০:৫২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর চালু হলো ট্রেন

জাতীয় ২৫৩২ বার পঠিত

আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫৯, ২৮ আগস্ট, ২০২০

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দীর্ঘ ৫ মাস পর বন্ধ থাকা সান্তাহার-লালমনিরহাট ও দিনাজপুরগামী আন্তনগর সহ ৩টি ট্রেন গত বৃহস্পতিবার থেকে পূর্বের নিয়মে চালু করা হয়েছে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন হয়ে এসব ট্রেন নিয়মিত চলাচল করতো। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে গত ২৫ শে মার্চ থেকে সকল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। ট্রেনগুলো চালু হওয়ায় ব্যবসা বাণিজ্য তথা যাত্রীদের যাতায়াতের কষ্ট লাঘব হয়েছে।

বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন মাস্টারের অফিস সূত্রে জানাগেছে, ৭১৩/৭১৪নং করতোয়া এক্সপ্রেস, ৭৬৭/৭৬৮নং দোলন চাঁপা এক্সপ্রেস, ১৯/২০নং বগুড়া এক্সপ্রেস গত ২৭/০৮/২০২০ইং তারিখ থেকে বোনারপাড়া হয়ে চলাচল করছে।

এছাড়াও আগামী ০৫/০৯/২০২০ইং তারিখ থেকে ৭৭১/৭৭২নং রংপুর এক্সপ্রেস ঢাকা-রংপুর, ২১/২২ পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে পূর্বের নিয়মে ৩টি ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে সান্তাহার-দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ও সান্তাহার থেকে বুড়িমাড়ি করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকেট অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT