ঢাকা (সন্ধ্যা ৭:১৯) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাদার পর নাতনির করোনা জয়

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১১:১২, ১৭ মে, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বৃদ্ধের পর এবার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনি (ছেলের মেয়ে) (১০) করোনা জয় করে বাড়িতে ফিরেছেন। রোববার (১৭মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ১০বছর বয়সী নাতনিকে তার পরিবারের কাছে পৌঁছে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৫মে মঙ্গলবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ওই শিশুর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এবং ৬মে বুধবার তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত রোগী ৭০বছরের বৃদ্ধ করোনা জয় করে বাড়িতে ফেরার পর রোববার সকালে তার নাতনির টেস্টের নমুনায় করোনা নেগেটিভ পাওয়া গেলে দুপুরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়। জানাগেছে, করোনা জয় করা শিশুটি উপজেলার পুড়াখালী ফকিরবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এলাবাসী বলেন করোনায় আক্রান্ত উপজেলার দ্বিতীয় রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফেরাতে আমরা সকলেই খুশি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT