ঢাকা (রাত ৪:১৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে সাবেক ক্রীড়া ব্যক্তিদের সম্মাননা জানালেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ০৩:১৫, ৭ অক্টোবর, ২০২১

গতকাল বুধবার উপজেলা হলরুমে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এসময় এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলারদেরকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। সাবেক খেলোয়াড়রা অনেকদিন পরে একে অপরকে কাছে পেয়ে নস্টালজিক হয়ে যায়। হারিয়ে যায় পুরানো দিনের সেই যাদুকরী খেলেয়াড়ী জীবনে।

সাবেক ফুটবলার জামালউদ্দিন মোল্লা জানান,”উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করে নেওয়ায় আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। আমি ওনার আথিতেয়তা দেখে বুঝতে পারি ওনি ক্রীড়ামনা মানুষ। সত্যি আমাদের জন্য এটা অত্যান্ত সম্মানজনক।

সাবেক ফুটবলার নিধু ঘোষ জানান,”আমাদেরকে এমন বিরল ও ব্যতিক্রমধর্মী সম্মাননা দেওয়ার ইউএনও স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

এসময় সাবেক ফুটবলার কামরুল হাসান গরীব,সাবেক ফুটবলার ও উপজেলা ক্রীড়া সংগঠন এর সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, সাবেক ফুটবলার রমজান চৌধুরী ও সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী পিটার চৌধুরীসহ সাবেক অনেক নামকরা ফুটবলার উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT