ঢাকা (রাত ১১:৩৫) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ০১:৪৫, ১৮ আগস্ট, ২০২২

কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪); নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার সকালে উপজেলার চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্তা বেগম উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের তাহেরুল ইসলামের মেয়ে এবং জিংলাতুলি ইউনিয়নের চান্দেরচর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, প্রায় বছর আগে তাদের বিয়ে হয়। সাফা নামে তাদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

শান্তা বেগমের চাচা দ্বিন ইসলাম আব্দুল কুদ্দুস জানান, এক মাস আগে আমার ভাতিজি জামাই মালয়েশিয়া থেকে দেশে আসে। হঠাৎ করে আজ (বুধবার) দুপুরে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে বলে; আপনার ভাতিজি অসুস্থ, তাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেছে।

আমি দ্রুত কুমিল্লা গিয়ে দেখি এ্যাম্বুলেন্সে ভাতিজির লাশ। কি হয়েছে জানতে চাইলে; ভাতিজির শ্বশুর বাড়ীর লোকজন বলে বাড়ীতে গিয়ে বলবে। পরে কুমিল্লা থেকে বাড়ী আসার পথে রায়পুর বাসস্ট্যান্ডে এ্যাম্বুলেন্স থামিয়ে; জামাইসহ শ্বশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  রাকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT