দাউদকান্দি মডেল থানার ওসিকে সম্মাননা প্রদান
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ১০:৪৭, ২৯ মার্চ, ২০২২
কুমিল্লা জেলা পুলিশ সুপার কর্তৃক দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.নজরুল ইসলাম যোগদান করেছেন গেলো বছরের শুরুতে। তিনি যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উদঘাটনসহ পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায়; কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় তাকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা প্রশাসন।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলা মাসিক উন্নয়ন সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মডেল থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সব সময় কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এ পুরস্কার আমাকে ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। স্বাধীনতার মাসে আমার এ সম্মাননা দাউদকান্দিবাসিকে উৎসর্গ করলাম। আমি পুলিশ সুপার মহোদয় ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুল ইসলাম নয়নসহ উপজেলার সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।