ঢাকা (বিকাল ৩:০১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:১০, ১৬ ডিসেম্বর, ২০২১

দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শহীদুল ইসলাম শোভন এর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার রাত ৯টায় প্রেসক্লাব হল রুমে ডা.শহিদুল ইসলাম শোভনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা জানাতে সাংবাদিকদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশ এর অবতারণা সৃষ্টি হয়।

সুচনা ডট.টিভির সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক জিল্লুর রহমান জিল্লু,সাংবাদিক শামীম খান, সাংবাদিক ফিরোজ আহমেদ, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী মোহাম্মদ হান্নান সরকার।

বিদায় সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা.শহীদুল ইসলাম শোভন। এসময় তিনি বলেন, দাউদকান্দি উপজেলায় কাজ করতে গিয়ে সকল মিডিয়া কর্মীদের সহযোগিতা পেয়েছি। এই উপজেলার কথা আমার হৃদয়ে গাঁথা থাকবে।আমি যেখানেই যাই আমি আপনার কথা কোনোদিন ভুলতে পারবো না।

বক্তব্যে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী’র  প্রসংশা করেন,তিনি বলেন উপজেলাবাসির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাকে বিভিন্নভাবে দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শহিদুল ইসলাম শোভনকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT