ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মোবাইল ব্যবহারকারী
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০১:১১, ২ মে, ২০২২
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে ছুটির আমেজ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গত চার দিনে (২৭-৩০ এপ্রিল) প্রায় ৭৩ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় গিয়েছে।
ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
গতকাল রবিবার (১ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে।
মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ মে দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। এ বছর ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তবে এর আগে ১ মে (রবিবার) মে দিবসের সরকারি ছুটি। তার আগের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ফলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদের আগে শেষ কর্মদিবসের পর সরকারি চাকরিজীবীদের জন্য ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত টানা ৬ দিন ঈদের ছুটি চলবে।