ঢাকা (ভোর ৫:০০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইলেক্ট্রিক শকে কলেজ ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৪, ৪ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রসাদকালোয়া গ্রামে মধ্যরাতে ঝড়ের আশঙ্কায় টিভির ডিশলাইন খুলতে গিয়ে ইলেক্ট্রিক শকে মোনালিসা (২৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুন) দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোনালিসা প্রসাদকালোয়া গ্রামের স্থানীয় বালাকুড়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোকছেদ আলী কন্যা। মোনালিসা সর্বশেষ ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ঝড়ের আশঙ্কায় টিভি থেকে ডিশলাইন খুলতে গিয়ে  বিদ্যুতষ্পৃষ্ট হয় মোনালিসা। দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহষ্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে ওই ছাত্রীকে দাফন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT