ঢাকা (রাত ২:০৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়‌কে সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেল আরোহীর মৃত্যু

সেলি রেজা,ঠাকুরগাঁও সেলি রেজা,ঠাকুরগাঁও Clock শুক্রবার রাত ০২:৩৭, ৮ অক্টোবর, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৯মাইল এলাকায় দুটি নৈশ‌কো‌চের রেষারেষিতে সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও- দিনাজপুর মহাসড়‌কের ২৯মাইল কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপ‌জেলার নখাপাড়া এলাকার রাজ্জা‌কের ছে‌লে শাহাদাত হো‌সেন (৩০) ও তার সঙ্গী স‌ঞ্জিব রা‌য়। তাৎক্ষ‌নিক ভা‌বে স‌ঞ্জি‌বের প‌রিচয় পাওয়া যায়‌নি।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড়গামী রোমার ও শ‌্যামলী প‌রিবহণ না‌মের নৈশ‌কোচ দুটি একটি অপরটিকে ওভারটেক করতে প্রতিযোগিতা করছিল। এ সময় ঠাকুরগাঁও থে‌কে বীরগঞ্জ যাওয়ার প‌থে দুটি মোটরসাইকেলের সা‌থে শ‌্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স‌রোয়ার হোসাইন জানান, ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে নিহ‌তেরা ২ জনই এন‌জিও কর্মী। দুর্ঘটনার পর কোচ দু‌টির চালক তা‌দের গাড়ি নিয়ে পালিয়ে যায়। বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে ব‌লে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তান‌ভিরুল ইসলাম ব‌লেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে নিহ‌দের মর‌দেহ হস্তান্তর করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT