ট্রেন দূর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2019/11/News-pic_406438.jpg)
নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার রাত ১০:৪২, ১২ নভেম্বর, ২০১৯
মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা থেকেঃ
ব্রাহ্মবাড়ীয়া জেলার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে মঙ্গলবার ভোররাত্রিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। প্রায় শতাধিক যাত্রী আহত রয়েছেন।
এই ট্রেন দূর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃশাহাব উদ্দিন এম,পি।
এক শোকবার্তায় মন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।