ঢাকা (সকাল ১১:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ট্রাক চাপায় পুলিশের নারী এএসআই নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০৮:৩৬, ২ মে, ২০২১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকা ট্রাক চাপায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমা (৩৫) নামে এক নারী পুলিশ নিহত হয়েছেন। এসময় আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২ মে) দুপুর ১২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

নিহত আকলিমা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার এসআই মোঃ জসিমউদ্দিনের স্ত্রী।

ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিনে ফিরছিলেন। পথে কুঞ্জেরহাট বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি থেকে ছিটকে পড়েন আকলিমা। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ভোলার জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এএসআই আকলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT