ঢাকা (রাত ৩:৪৬) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টিকা প্রসঙ্গে ধৈর্য্য ধরতে বললেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার রাত ০২:২১, ২৪ জুন, ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়ে সমালোচনাকারীদের ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন,“যারা ভ্যাকসিন নিয়ে সরকারের সমালোচনা করছেন তারা ধৈর্য্য ধরে দেখুন সরকার কী করতে পারে। সরকার সবার জন্যই টিকা নিশ্চিত করবে।”

প্রধানমন্ত্রী আরও জানান,সবাই যেন টিকা পায় সরকার সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।

শেখ হাসিনা জানান,“বিশ্বের অনেক উন্নত দেশ টিকা না পেলেও, আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্যই টিকা প্রদান করতে পেরেছি।”

এ সময় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন,“অগ্রাধিকারের ভিত্তিতে যারা দুই ডোজ টিকা পেয়েছিল তারাই এখন সমালোচনা করছে।”

“আগে ৪ মার্কিন ডলারে টিকা কিনলেও এখন ১৫ মার্কিন ডলারে কিনতে হচ্ছে।সামনে দাম আরও বাড়বে,”তাই সমালোচনা না করে পরিস্থিতি বোঝার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।

তিনি জানান,সরকার পরিস্থিতি অনুযায়ী দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা করবে।প্রয়োজনে ভবিষ্যতে ইন্সটিটিউটও তৈরি করা হবে।

লকডাউনের বিধিনিষেধ মেনে চলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। তাই টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আমরা যদি ঘরে থাকি, মাস্ক পরে চলি ও নিয়মিত হাত ধুই তাহলেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT