ঢাকা (সকাল ৯:২০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পীরগাছা ডাকঘরের কার্যক্রম

ডাকঘরের বাহিরের সামনের চিত্র
ডাকঘরের বাহিরের সামনের চিত্র

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১১:৪৮, ৫ মে, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে রংপুরের পীরগাছা উপজেলা ডাকঘরের কার্যক্রম। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বেরিয়ে গেছে রড। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ওই ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীগণ। জানা গেছে, ডাকঘরের ভবনটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়। নির্মিত ভবনটি একেবারেই জরাজীর্ণ ।

২০০১ সালে ভবনটি একবার সংস্কার করা হলেও ২০০৮ সাল থেকে ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ফলে ভবনের রডগুলোতে মরিচা পড়েছে। প্রতিনিয়ত ওই ডাকঘরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকে। ডাকঘরে সেবা নিতে আসা গ্রাহকরা বলেন, ‘এ ডাকঘর যেন এক মরণ ফাঁদ। তাই জলদি কাজ সেরে চলে যেতে হয়।’

এ বিষয়ে ডাকঘরের একজন কর্মকর্তা বলেন, ‘মাথার উপর জরাজীর্ণ ভবন। কখন যে পলেস্তারা খসে পড়ে এ আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে।’ পীরগাছা ডাকঘরের পোস্টমাস্টার হালিম বাদশা বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল প্রদীপ কুমার বলেন, ‘পীরগাছা ডাকঘর ভবনের অবস্থা ভালো না। তাই আমাদের অগ্রাধিকারভূক্ত তালিকায় প্রথম স্থানে রয়েছে ওই ডাকঘরটি। দ্রুতই ভবন নির্মাণের কাজ শুরু হবে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT