ঢাকা (রাত ১২:৫২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে; বন্ধ ফেরি চলাচল

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার সন্ধ্যা ০৭:৪১, ১০ আগস্ট, ২০২২

ভোলায় জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে। ফলে ভোলা-লক্ষিপুর রুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে এ রুটে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে এ অবস্থারর সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন যাত্রী ও চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার সঙ্গে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর। এ রুটে ৪টি ফেরি চলাচল করছে। মঙ্গল ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হওয়ায় জোয়ারে ফেরি পারাপারের গ্যাংওয়ে তলিয়ে গেছে। বুধবার মেঘনার পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

ট্রাক চালক আবু তাহের জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না। কখন যেতে পারবেন তাও জানা নেই তাদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মেরিন অফিসার মো. আল-আমিন বলেন, ঘাটটির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাছাড়া অতি জোয়ারে ঘাটের রেম সরে গেছে। বিষয়টি বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লটিএ’র সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, জোয়ারের পানি নেমে গেলে ঘাটটি মেরামত করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT