ঢাকা (দুপুর ২:৪৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও হাসান মারুফ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার বেলা ১২:৪৯, ৫ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরের রেলওয়ে স্টেশনের ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের শীতার্থদের মাঝে সোমবার (৪জানুয়ারী) রাত সাড়ে ১০টায় পূর্ব ঘোষনা ছাড়াই কম্বল বিতরণ করেছেন গৌরীপুরের ইউএনও হাসান মারুফ রাহাত।

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে দিনের বেলার কর্মব্যস্ত ও লোক সমাগম থাকলেও কনকনে শীতের প্রকোপে রাতের বেলায় নেমে আসে পিনপতন নিরবতা। এই নিরবতায় অল্পবিস্তর শীতবস্ত্রেই কোনমতে শীত নিবারণের চেষ্টা করে থাকেন ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষজন। এসব মানুষের কথা চিন্তা করেই তীব্র শীত উপেক্ষা করে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও হাসান মারুফ রাহাত। তিনি ঘুরে ঘুরে প্লাটফর্মে শুয়ে থাকা এসব ছিন্নমূল দরিদ্র মানুষের গায়ে জড়িয়ে দিলেন কম্বল।

শীতে কাবু হওয়া ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষেরা কম্বল পেয়ে খুবই খুশি। এসময় তারা ইউএনও’র প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কম্বলগুলো বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আরও কম্বল বিতরণ করা হবে।

এসময় তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT