ঢাকা (রাত ২:৪২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছাত্রলীগের উদ্যোগে তিন হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার ১২:১৯, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের নওগাঁর রাণীনগর শাখার উদ্যোগে তিন হাজার ফলদ, বনজ ও ওষুধী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের ছেলে এসএম ইসতিয়াক আলম এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে শের এ বাংলা সরকারি কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শের এ বাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান পথিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো: আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিক, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ।
রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হানুজ্জামান হাসান জানান, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের সার্বিক সহযোগিতায় তিন হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষ রোপণ করা হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT