ঢাকা (রাত ৪:২৯) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চুনারুঘাট সীমান্তের ‘ত্রাস’ শাহীন পুলিশের খাঁচায়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:৩৩, ২২ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের ত্রাস হিসেবে পরিচিত শাহীন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।সে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল খাশপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, আটক শাহীনের বিরুদ্ধে মাদক, গরু চুরি, ডাকাতি ও লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও মাদক, গরু চুরি ও পাচারসহ তার বিরুদ্ধে বেশ কয়েক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
তিনি বলেন, শাহীন একজন খারাপ প্রকৃতির লোক। তার ভয়ে সীমান্ত এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। সে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সীমান্তের ওপার থেকে গরু ও মাদকের চালান আনাই ছিল তার প্রধান কাজ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT