ঢাকা (রাত ১:২২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:৫৫, ৩ এপ্রিল, ২০২২

“এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি”-এ প্রতিপাদ্যে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম।

স্বাগত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিবন্ধীকতার সার্বিক চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে জেলায় ৩৩ হাজার ৫৫৬ জন প্রতিবন্ধী রয়েছেন। যার মধ্যে ৫৪০ জন অটিজম, ১৬ হাজার ৩৬০ জন শারীরিক, ৯১৫ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত, ৫ হাজার ১৮৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৬৬ জন বাক প্রতিবন্ধী, ৩ হাজার ১৯৭ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৯৬৪ জন শ্রবণ প্রতিবন্ধী, ৮২ জন শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, ২ হাজার ১৮ জন সেরিব্রালপালসি, ১ হাজার ৮১৪ জন বহুমাত্রিক, ডাউন নিড্রম ৫৯ জন এবং অন্যান্য ২৫৭ জন প্রতিবন্ধী রয়েছেন। আর এদের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন বলে উপ-পরিচালক আলোচনা সভায় সকলকে অবগত করেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, নবজাগরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT