ঢাকা (রাত ৯:১৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পাউবো’র কর্মকর্তাকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০১:২১, ১৭ মার্চ, ২০২২

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-বাপাউবো এর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সোহেল রানাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রসিয়া চামাগ্রাম এলাকায় চলতি মাসের ১ তারিখ উপজেলার মাটি ও বালি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পাগলা নদীর খননকৃত বালি মাটি প্রকাশ্যে নিলাম করা হয়।

এরই প্রেক্ষিতে সোমবার (১৪ মার্চ) বিকেলে নিলামকৃত বালি ও মাটি ঠিকাদার আকরাম খান সোহেল এবং মোহাম্মদ রানুকে সঠিক নিয়মে মেপে বুঝিয়ে দিচ্ছিলেন রাজস্ব কর্মকর্তা মো. সোহেল রানা। কিন্তু বাপাউবো’র সরকারি নিয়মে দেয়া মাপ পছন্দ না হওয়ায় রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে কাজ করতে বাধা দেন ঠিকাদার সোহেল ও রানু।

কিন্তু সরকারী কাজে ঠিকাদারের দেয়া বাধা না মানায় এই সময় দুই ঠিকাদার সহকারি রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে মারধর করে গুরুতর আহত করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ১৫ই মার্চ সকালে দুই ঠিকাদারের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সোহেল রানা।

আর তাই মানববন্ধন থেকে ওই ঘটনায় জড়িত দুই হামলাকারী ঠিকাদারের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহবুবুল আলম, সহকারি প্রকৌশলী পার্থ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আরিফ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোমেন, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT