ঢাকা (বিকাল ৩:৩৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে ৫৫ হাজার টাকার বিদেশী মদ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock রবিবার বেলা ১২:০৭, ১৬ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার রাতে মালিক বিহীন এসব বিদেশী মদ উদ্ধার করে ৫৯ বিজিবি। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির হাবিলদার মো. মুন্নু শেখের নেতৃত্ত¡াধীন টহল দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৫ হাজার টাকা মূল্যের মালিক বিহীন ৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত বিদেশী মদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT