ঢাকা (সকাল ৯:০২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের দায়িত্বে আনন্দ-আশিক

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৫৭, ৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নতুন ঘোষিত কমিটিতে ডা. সাইফ জামান আনন্দকে সভাপতি এবং মো. আতিকুজ্জামান আশিককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

 

সোমবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া একই বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ আলী, মো. সাব্বির হোসেন ও শফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

 

এর আগে গত ৩১ অক্টোবর সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ সময় জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে ২৩ জন তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। যার মধ্যে সভাপতি পদে ৮ জন এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ১৫ জন ছাত্রলীগ কর্মী ছিলেন।

 

উল্লেখ্য, নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ এর আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান আশিক এর আগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT