ঢাকা (বিকাল ৫:২৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চরফ্যাশনে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার প্রেমিকা;মামলা দায়ের

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ০১:৩১, ১৯ জুলাই, ২০২২

ভোলার চরফ্যাশনে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন, নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরী প্রেমিকা। এ ধর্ষণের ঘটনা নিয়ে গত দু’দিন স্থানীয় মাতাব্বরদের টানাপোড়েন ও দফারফার চেষ্টায় ব্যর্থ হয়ে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবী) বাদী হয়ে চরফ্যাশন থানায়, আরিফ নামের এক যুবক সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরী ও মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী যুবক আরিফের সঙ্গে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীর প্রেম প্রণয় চলছিলো। গত বৃহস্পতিবার রাতে দুই বন্ধু নুর মোহাম্মদ ও মো. কালুর সহায়তায় পালিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে, কিশোরীকে ঘর থেকে বের করে পার্শ্ববর্তী বিশ্বাস বাড়ির পরিত্যক্ত বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক আরিফ। ঘটনাস্থলে কিশোরী অসুস্থ হয়ে পরলে প্রেমিক আরিফ তার বাবা বাগন আলী বেপারী ও মা বিফুলকে মোবাইল ফোনে জানান।

ধর্ষকের বাবা ও মা অসুস্থ কিশোরীকে নিজেদের হেফাজতে নিয়ে শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে রেখে সমঝোতা ও ঘটনা ধামাচাপার দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবী) বাদি হয়ে শনিবার রাতে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সর্ম্পক ছিল। পুলিশ ধর্ষক ও তার সহযোগী অপর দুই আসামীকে আটকে চেষ্টা করছেন। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT