ঢাকা (দুপুর ১:১৯) শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন গৌরীপুরের ইউএনও

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার বেলা ১২:৩৯, ২৫ ডিসেম্বর, ২০২৪

পৌষের কনকনে হাওয়ার গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ময়মনসিংহের গৌরীপুরের ইউএনও এম সাজ্জাদুল হাসান। নিজ হাতে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন।

 

বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর জংশন এলাকায় ভাসমান মানুষের কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল নারী, পুরুষ, শিশু ও অটোরিকশা চালক সহ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের গায়ে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে কম্বল দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ¡াস প্রকাশ করেন।

 

গৌরীপুর জংশনের ছিন্নমূল নারী রুপালী বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার স্টেশনে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। আমি অনেক খুশি।

 

হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোর বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT