গ্যাসের অভাবে জ্বলে না চুলা, রান্নায় ভোগান্তি
নিজস্ব প্রতিনিধি রবিবার সকাল ০৯:৫৭, ২ অক্টোবর, ২০২২
গ্যাসের সংকটে রাজধানীর অধিকাংশ এলাকায় দিনের বেলায় জ্বলছে না রান্নার চুলা। গভীর রাত থেকে ভোর পর্যন্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিক পাওয়া যাচ্ছে। তবে এ সময়ে গ্যাস তেমন কাজে লাগছে না। অনেকেই এখন পাইপলাইনের গ্যাসের পাশাপাশি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার ব্যবহার করছেন। এতে পরিবারের খরচ বেড়েছে। তবে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গ্যাস-সংকটের কথা জানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শনিবার অনেকে ফোন অভিযোগ জানিয়েছেন। তাঁরা বলছেন, কয়েক দিন আগেও সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত গ্যাস পাওয়া যেত। এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভোর পাঁচটার পরই গ্যাসের চাপ কমে যায়। যে চাপ থাকে, তাতে চুলা নিবু নিবু করে জ্বলে, রান্না করা যায় না।