ঢাকা (সকাল ৭:৫৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

গৌরীপুরে ১০জন শিক্ষার্থী রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে

ওবায়দুর রহমান,গৌরপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরপুর,ময়মনসিংহ Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৩২, ১৬ অক্টোবর, ২০২০

স্কাউটের বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার জন্য ময়মনসিংহের গৌরীপুরের ১০জন শিক্ষার্থী রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামি আল জাবির মাহিন, তৌসিফ হাসিন, জাহাঙ্গীর আলম, তীর্থ পাল, দিগন্ত সুন্ময় সরকার দীপ্ত, ডৌহাখলা ইউনিয়নের চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্য মোঃ নাফিজুল ইবনে বাসার, তানভীর, শাওন চন্দ্র খাজাঞ্জী, মাসুমা আক্তার ইভানা, তাবাসুম আক্তার তোবা ও জান্নাতুল ফেরদৌস আঁখি।

গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক জানান, জনকল্যাণ, বৃক্ষরোপন, বাল্যবিয়ে, মাদকমুক্ত সমাজ গঠন ও স্কাউটের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য প্রতি বছর রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছরও মহামান্য রাষ্ট্রপতি অ্যাভোকেট আব্দুল হামিদ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তোলে দিবেন।

গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিফ হাসিন ২০২১সালের এসএসসি পরীক্ষার্থী। একই বিদ্যালয় থেকে জেএসসি ও গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। উপজেলার মাওহা ইউনিয়নের মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও বিষমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তহুরা খাতুনের ছেলে। সে ডাক্তার হতে চায়। পৌর শহরের স্টেশন রোডের রতন মিয়া ও জাহারানা বেগম দম্পত্তির ছেলে জাহাঙ্গীর হাসান জয়। সে পড়াশুনার পাশাপাশি ফুটবল খেলায়ও পারদর্শী।

সামি আল জাবির মাহিন ২০২০সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আরকে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে উর্ত্তীণ হয়। বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে একাদশে অধ্যয়নরত। সে প্রশাসন ক্যাডারের একজন চাকুরীজীবী হতে চায়। পৌর শহরের বালুয়াপাড়ার মোঃ জাহাঙ্গীর আলম ও রাজিয়া সুলতানা আকন্দের ছেলে। সে জেএসসি ও পিইসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। মধ্যবাজারের রবি চন্দ্র পাল ও লিপি রানী পাল’র ছেলে তীর্থ পাল দিগন্ত। বাড়িওয়ালাপাড়ার সুজিত সরকারের ছেলে সুস্ময় সরকার দীপ্ত। ওরা উভয়েই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।

অপরদিকে চন্দ্রপাড়া মুক্ত স্কাউট থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোঃ নাফিজুল ইবনে বাসার তানভীরও গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২১সালের এসএসসি পরীক্ষার্থী। সে তাঁতকুড়া গ্রামের ইবনে বাসার ও নাসিমা খাতুন দম্পতির পুত্র।

উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রমেন্দ্র চন্দ্র খাজাঞ্জী ও দিপ্তী রানী খাজাঞ্জী দম্পতির ছেলে শাওন চন্দ্র খাজাঞ্জী। সে ডাক্তার হতে চায় । বাবা একজন কৃষক ও মাতা গৃহিণী। সে বর্তমানে আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

মাসুমা আক্তার ইভানা। সে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মোঃ আবুল বাসার ও লুৎফা বেগম দম্পতির মেয়ে। তাবাসুম আক্তার। সে ভাংনামারী ইউনিয়নের গ্রামের বারুয়ামারী গ্রামের মোঃ আবু তাহের ও তাসলিমা বেগম দম্পতির মেয়ে।

জান্নাতুল ফেরদৌস আঁখি। সে ঘোড়ামারা গ্রামের মোবারক হোসেন ও আছিয়া খাতুন দম্পতির মেয়ে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT