গৌরীপুরে যৌন হয়রানিতে অভিযুক্ত সেই শিক্ষকের মেডিকেল ছুটির আবেদন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০১:১৪, ৭ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি সেই শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবার মেডিকেল ছুটির আবেদন করলেন। গতকাল শনিবার সকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ আবেদন করেন।
আবেদনসূত্রে জানা গেছে, ছুটির আবেদনে তিনি ০৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মেডিকেল ছুটি চেয়েছেন। স্থানীয় জেনারেল প্র্যাকটিশনার ডা. আজিজুর রহমান তাকে এ সময়কাল পর্যন্ত বিশ্রামের জন্য সার্টিফাইড করেছেন।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস সাংবাদিকদের জানান, সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম শনিবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এ ছুটির আবেদন করেন। তিনি আরও জানান, স্থানীয় জেনারেল প্র্যাকটিশনার ডা. আজিজুর রহমানের করা প্রেসক্রিপশনের রেফারেন্সে ০৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছুটির আবেদন করেন তিনি।
উল্লেখ্য, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শনিবার বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপাড় শুরু হয়। এমন সমালোচনার মাঝে মেডিকেল ছুটি চাইলেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এর পূর্বেও উক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, কোন মেডিকেল অফিসার সার্টিফাইড করলে ছুটির বিষয়টি বিবেচনা করা হয়। এক্ষেত্রে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়। অভিযুক্ত শিক্ষক মো: রফিকুল ইসলামের মেডিকেল ছুটির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।