ঢাকা (সকাল ১১:৩৫) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে মায়ের মমতা কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০৯:০০, ২৪ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে মায়ের মমতা কল্যাণ সংস্থার অসহায়, কর্মহীন, হতদরিদ্র সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

গত শনিবার বিকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গুড টেক্স ফেব্রিক্স এন্ড এপারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী সারোয়ার হোসেন রনির অর্থায়নে এ ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রায়গঞ্জ ইউনিট কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা জামান লিটনের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ উসমান গণি তান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি।

তিনি তার বক্তব্যে বলেন, মানবিক কাজে নিজেকে উৎসর্গ করতে পারলেই প্রকৃত ত্যাগের মহিমায় মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকা যায়। দুঃস্থ মানুষের প্রতি কিঞ্চিৎ সহযোগিতায় তাদের ঈদের আনন্দ পূর্ণতা পায়। সমাজের বিত্তবানদের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবানও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মায়ের মমতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট নাট্যকার ও কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক, সংস্থার উপদেষ্ঠা হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ,কলতাপাড়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমন, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, সমাজ সেবক সাহিদ সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ নুরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন উপকারভোগী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সংস্থার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার ইউনিটের সদস্যদের মাঝে মাসিক অনুদান প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT