ঢাকা (বিকাল ৫:৩৮) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদন্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ১১:১৬, ২১ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে দুইজন গাঁজা ব্যবসায়ী ও তিনজন সেবনকারী। বুধবার (২১অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুধবার উপজেলার মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে আটক করে। পরে আটকৃতদের উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

গাঁজা ব্যবসায়ী রুকন আলী (৩০)কে ১ বছর, শওকত আলী (৫৫)কে ৬ মাস, গাঁজা সেবনকারী রণজিৎ সূত্র ধর (৪৫)কে ৩ মাস, মোঃ সুমন (৩২)কে ৩ মাস ও মজিবুর রহমান (৪০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেইসাথে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT