গৌরীপুরে বাড়িঘরে হামলা-ভাংচুর, আসামীকে আদালতে সোপর্দ
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার রাত ০১:৫৩, ১৯ জুলাই, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে বাড়িঘরে হামলা, ভাংচুরের ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়েরের পর পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বাড়ীওয়ালা পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে হাজী মোঃ শরিফুল ইসলামের বাড়িতে এ হামলা-ভাংচুরের ঘটনাটি ঘটেছে।
ওই দিন রাতেই গৌরীপুর থানায় নুর মোহাম্মদ এর ছেলে হাজী শরিফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও ১০/১২জনকে অজ্ঞাত আসামী করে মামলা করা হয়, যার নম্বর-১৩।
মামলা সূত্রে জানা গেছে, হাজী শরিফুল ইসলামের ঢাকার কেরানিগঞ্জে লোকাল ফ্যাক্টরিতে গৌরীপুর পৌর শহরের তুহিন ও শহীদুল ইসলাম কাজ করার সময় দ্বন্দ ও মনোমালিন্য হয়। এর জের ধরেই হাজি শরীফুল ইসলামের বাড়িতে হামলা করে। এ সময় বেড়াতে আসা ফ্যাক্টরির কাটিং মাস্টার মোঃ ফয়সালকে ছুরি দিয়ে আঘাত করলে তার হাতে ১৪টি সেলাই লাগে।
হাজী শরিফুল ইসলাম বলেন, হামলার সময় আমার স্ত্রীর গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমার বাড়ির জানালার থাই গ্লাস ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।