ঢাকা (রাত ১১:৫২) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি ঝুঁকিপূর্ণ, দূর্ঘটনার আশঙ্কা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার বিকেল ০৫:৫১, ২ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চারটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের পৌর শহরে খাদ্যগুদাম সংলগ্ন বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রীজের ষ্টীলের পাটাতনগুলো ক্ষয় হয়ে ভেঙ্গে ভেঙ্গে গর্ত হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এ বেইলী ব্রীজটিতে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ ব্রীজটি মেরামত করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ফান্ড তৈরী করে দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি মেরামতের ব্যবস্থা করা হলেও উপজেলা প্রকৌশলীর অনীহার কারণে এখনো সংস্কার কাজ শুরু করা যায়নি।

গৌরীপুর উপজেলার অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর এই চার ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি অবস্থিত। ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরণের শত শত যানবাহন চলাচল করে থাকে। ব্রীজের ষ্টীলের পাটাতনগুলো ক্ষয় হয়ে যাওয়ায় প্রায় দু’বছর যাবৎ স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রীজ দিয়ে যাতায়াত করছে। ইতিমধ্যে ভুক্তভোগী জনসাধারণ এ ব্রীজটি সংস্কারের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ বরাবরে দাবী জানিয়ে কোন প্রতিকার পায়নি। ১৯৯৯ সালে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক এ ব্রীজটি নির্মিত হয়েছিল। সম্প্রতি ব্রীজটির মালিকানা নিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর, এলজিইডি ও গৌরীপুর পৌরসভার মধ্যে চলছে রশি টানাটানি। কেউ এ ব্রীজ সংস্কারের দায়িত্ব নিতে চায়না। ২০১৭ সালে ময়মনসিংহ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ ব্যক্তিগত উদ্যোগে এ ব্রীজ সংস্কার করে দিয়েছিলেন। বর্তমানে আবার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব বলেন, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ব্রিজটি মেরামত করার জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT