গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্নজয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার বিকেল ০৫:২৩, ১৬ ডিসেম্বর, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
প্রথম প্রহরে স্থানীয় স্মৃতিসৌধ বিজয়’৭১ প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, পৌর আওয়ামী লীগ ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী গৌরীপুর, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনের পর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা কবরস্থানে মোনাজাত ও পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।