ঢাকা (সকাল ১০:৪৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

গৌরীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock সোমবার সকাল ১১:১০, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

“স্মার্ট গ্রন্থাগার-স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ভূটিয়ারকোনা সাধারণ পাঠাগারের আয়োজনে রোববার (৫ ফেব্রুয়ারী) দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
সকালে পাঠাগার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভূটিয়ারকোনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঠাগারে এসে শেষ হয়।

গৌরীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ভূটিয়ারকোনা সাধারণ পাঠাগারের সভাপতি এম এ কদ্দুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মোসা. নিকহাত আরা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা বলেন, একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। এ সময় তিনি গ্রন্থাগারে এসে বই পড়ার জন্য মুক্ত মননশীল ব্যক্তি ও শিক্ষার্থীদের আহবাণ জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির, গড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কুমড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গণমাধ্যমকর্মী শাহজাহান কবির প্রমুখ।
এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT