গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১, আটক-৬
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার সন্ধ্যা ০৬:৫১, ৬ ডিসেম্বর, ২০২০
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে শনিবার (৫ ডিসেম্বর) সকালে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত গৃহিণী পারুল আক্তার (৫০) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান,নিহত পারুল সিধলা গ্রামের মোঃ আব্দুল আজিজের স্ত্রী। এসময় আরও ৫ জন গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও আব্দুল মোতালেব সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় আজিজের স্ত্রী পারুল আক্তার ঝগড়া থামাতে এলে প্রতিপক্ষের আঘাতে সে আহত হয়। সংঘর্ষের ঘটনায় সিধলা গ্রামের মৃত আব্দুল হাসিম মাস্টারের পুত্র মো. সাখাওয়াত হোসেন (৫৬) বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ও সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- মৃত সাহার উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন (৬৫), আবু হাম্মাদের পুত্র উজ্জল মিয়া (২৮), তাহের উদ্দিন ফকিরের পুত্র আবু হাম্মাদ (৫৬), আব্দুল গফুরের পুত্র আব্দুল রাশিদ (৪৬) ও আব্দুর রউফ (৬৫) ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।