গৌরীপুরে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০১:৪৬, ৭ আগস্ট, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
শনিবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে পৃথক অভিযান চালায়। অভিযানে তাজ উদ্দিনের কাছ থেকে ৫০০ গ্রাম, উজ্জল মিয়ার কাছ থেকে ৫০০ গ্রামসহ মোট ১২০০ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দণ্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- গৌরীপুর পৌর শহরের মুক্তমঞ্চ এলাকার মৃত কানাই চৌহানের ছেলে দিলীপ চৌহানকে (৩৮); ১ মাস কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে তাজ উদ্দিনকে (৪৮); ১২ মাস কারাদণ্ড ও ১৫০০ টাকা জরিমানা, মোবারকপুর গ্রামের জহুর আলীর ছেলে উজ্জল মিয়াকে (৩৮); ৯ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, শাহগঞ্জ বাজারের আব্দুল হেকিমের ছেলে মোঃ ফেরদৌসকে (৩৫); ৯ মাস কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আলামত সহ অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।