ঢাকা (সকাল ৮:৫২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে খালের পানিতে ভাসছিলো নিখোঁজ যুবকের মরদেহ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ০১:৩৮, ২০ আগস্ট, ২০২২

নিখোঁজের একদিন পর ময়মনসিংহের গৌরীপুর থেকে আজিজুল হক (৩২) নামে এক যুবকের মরদেহ ও তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া ও টাঙ্গুয়া ব্রিজের সীমান্তবর্তী বগাসূতা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিজুল নেত্রকোণার পূর্বধলার গোয়ালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার আজিজুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আজিজুলের বাড়িতে গরুর খামার রয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় গরুর খামারের কাজ শেষে আজিজুল তেল ভরার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

শুক্রবার সকালে টাঙ্গুয়া ব্রিজের নিচে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে আজিজুলকে শনাক্ত করে।

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে দৌলতপুর গ্রামের একটি মাদরাসার সামনে নীল রঙের মোটরসাইকেল পড়ে ছিল। দুপুর থেকে সারারাত মোটরসাইকেলটি পড়ে থাকায় মালিক না পেয়ে স্থানীয়রা সকালে থানায় খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেল উদ্ধার করে। পরে শুক্রবার স্বজনেরা মোটরসাইকেলটি আজিজুলের বলে শনাক্ত করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত আজিজুলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতি সহ তিনটি মামলা রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। দৌলতপুর থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি; নিহত আজিজুলের ছিল বলে শনাক্ত করেছে তার ভাই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT