গৌরীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শুক্রবার দুপুর ০২:৩৫, ১৮ ডিসেম্বর, ২০২০
“মুজিব বর্ষের আহবাণ, দক্ষ হয়ে বিদেশে যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১.৩০ টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল মনসুর, সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান) এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক ওবায়দুর রহমান, ব্যুরো বাংলাদেশ এর পিও শাহানা আক্তার, এ্যাডরা বাংলাদেশ এর সিডিও নাদিমুল হাসান, পপি’র শাখা ব্যবস্থাপক মোঃ ফখরুল ইসলাম, আসপাডা’র সহকারী ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধিবর্গ।