ঢাকা (রাত ৪:০৮) মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ



ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

শনিবার (২১ মে) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুর উপজেলার গাজীপুর নামক স্থানে মহাসড়কের সরকারি জায়গা, বিভিন্ন সময় অবৈধ স্থাপনা গড়ে একটি প্রভাবশালী মহল অবৈধ বাজার বসিয়েছে। তাদের একাধিকবার নোটিশ করার পরও তারা দখল ছাড়েনি। দখল না ছাড়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আধাপাকা ঘরসহ প্রায় ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, গৌরীপুর উপজেলার গাজীপুর নামক স্থানে, দীর্ঘদিন যাবত প্রায় ১৫০ একর ভূমি অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। তাদের একাধিকবার নোটিশ দেয়ার পরও তারা দখল ছাড়েননি।

শনিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে আইনশৃঙ্খলার সার্বিকভাবে সহযোগিতা করে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশ।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, এ উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT